• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

জাতীয় শোক দিবস পালনে বিশেষ নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৯:১১ এএম
জাতীয় শোক দিবস পালনে বিশেষ নির্দেশনা

করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালনের জন্য একটি গাইডলাইন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

শুক্রবার (৬ আগস্ট) প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে প্রবেশ ও বের হতে, আলাদা দুটি পথ করতে হবে। প্রবেশপথে সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  শ্রদ্ধাজ্ঞাপনের জায়গায় ১৫ থেকে ২০ জনের বেশি প্রবেশ করতে পারবে না এবং তিন ফুট করে শারীরিক দূরত্ব মানতে হবে। সমাবেশে আসা সবার মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক অসুস্থতা নিয়ে সমাবেশে আসা যাবে না।

সরকারের চলা বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত চলবে। ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে সব খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৫০ জন এবং মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

Link copied!