• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

চীনের উপহারের ১০ লাখ টিকা আসছে বিকেলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০২:২০ পিএম
চীনের উপহারের ১০ লাখ টিকা আসছে বিকেলে

চীন থেকে উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে দেশে আসছে। ঢাকায় নিযুক্ত চী‌না উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে হুয়ালং ইয়ান লিখেছেন, “বাংলাদেশি ভাইবোনদের জন্য পাঠানো টিকার ১০ লাখ ডোজ বর্তমানে তিয়ানজিন বিমানবন্দরে রয়েছে। আজ সন্ধ্যা নাগাদ সেই টিকা ঢাকায় পৌঁছাতে পারে।“

এদিকে শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে। এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা।

এর আগে ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এদিকে সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে। 

Link copied!