ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারের কারিগরি ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ ছিল। রোববার বেলা ১১টা ৯ মিনিট থেকে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১২টায় আবার লেনদেন শুরু হয়।
ডিএসই ওয়েবসাইটে কারিগরি জটিলতার বিষয়টি ডিএসইর ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হয়। কী কারণে এ সমস্যা দেখা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচিং ইঞ্জিনে কোনো ত্রুটির কারণে এমনটা হয়েছে।
এদিকে লেনদেন বন্ধের আগমুহূর্ত পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছিল। প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৬,৩২২ পয়েন্টে উন্নীত হয়। লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ২০৫টির দর বাড়ে। দর কমে ১৫২টির। আর অপরিবর্তিত ছিল ২২টি সিকিউরিটিজের দর।