• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শনাক্তের হার ৭ শতাংশের নিচে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৫:৫৩ পিএম
শনাক্তের হার ৭ শতাংশের নিচে

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। 

এই পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ বলে জানা যায়।

এর আগে ১০ সেপ্টেম্বর ২ হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশে। 

এ পর্যন্ত মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

Link copied!