করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
বুধবার (৪ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মঙ্গলবার (৩ আগস্ট) মাল আবদুল মুহিত দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন শারীরিক অবস্থা কিছু উন্নতির দিকে রয়েছে।
গত ২৪ জুলাই তার করোনা সংক্রমণ পজিটিভ আসে। তিনি রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। পরে শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাকে ২৮ জুলাই সিএমএইচে ভর্তি করা হয়।
আবুল মাল আবদুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
৮৭ বছর বয়সী আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়।