• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

এমপি হিসেবে শেরীফা কাদেরের শপথ 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:২১ পিএম
এমপি হিসেবে শেরীফা কাদেরের শপথ 

বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদের শপথ নিয়েছেন।

সোমবার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন।

এদিকে শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

Link copied!