• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২২, ০৫:২২ পিএম
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর মঙ্গলবার (৩ মে) অনুষ্ঠিত হয়েছে। এর আগেই বাড়ি ফিরেছেন অনেকে। ঈদের পরদিনও রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশে যেতে দেখা গেছে অনেকেই। যারা বিভিন্ন কাজে আটকে গিয়েছিলেন তারাই মূলত ঈদের পরদিন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গ্রামের পানে ছুটে যাচ্ছেন।

বুধবার (৪ মে) কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বেশ কিছু ট্রেন। প্রায় প্রতিটি ট্রেনে ছিল যাত্রীর উপস্থিতি। সকাল থেকে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বেশকিছু ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যেতে দেখা যায়। যারা ঈদের পরদিন ট্রেনে বাড়ি ফিরছেন তারা অনেকটাই ভিড় ছাড়াই স্বাচ্ছন্দে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, অনেকেই ট্রেনে করে বুধবার রাজধানী ছাড়ছেন। টিকেট নিয়ে কোনও সমস্যা নেই, যাত্রীর চাপও সেরকম নেই। যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যেতে চাচ্ছেন তারা টিকেট সংগ্রহ করে ট্রেনে তাদের গন্তব্য অনুযায়ী জায়গায় চলে যেতে পারছেন।

Link copied!