রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যা ও ডাকাতি মামলার আসামি মো. মন্টুকে (২৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ সেপ্টম্বর) মধ্যরাতে কেরানীগঞ্জের কালিন্দি গেট সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ওয়ান শুটারগান, দুইটি কার্তুজ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০ জানায়, মো. মন্টু কেরানীগঞ্জ এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। সে বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি, হত্যাসহ মোট পাঁচটি মামলাও রয়েছে।
মো. মন্টুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আরেকটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।