• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শীতে ত্বক মোলায়েম রাখতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১১:৫৬ এএম
শীতে ত্বক মোলায়েম রাখতে যা করবেন

শীত মানেই টানটান ও শুষ্ক ত্বক। ত্বকের রুক্ষতা দূর করতে এ সময় বেশ ভুগতে হয়। ঘরের বাইরে যেতেই রুক্ষতা যেন জেঁকে বসে আপনাকে। তাই এ সময় ত্বকের যত্নে আমাদের হতে হবে সচেতন। কর্মমুখী জীবনে ত্বকের লাবণ্য ধরে রাখতে চাই বাড়তে যত্ন। ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও মোলায়েম করতে পারে ঘরোয়া কিছু উপকরণ আর এসব উপাদানের নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও।

চলুন তবে জেনে নেওয়া যাক হাতের কাছের কোন উপকরণগুলো ত্বকের যত্নে সহকারী হতে পারে, সে সম্পর্কে।

কাঁচা দুধ

দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের যত্নে অনন্য। শুকনো ত্বকে দুধ ম্যাসাজ করুন হালকা করে। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। উপভোগ করুন মসৃণ ত্বক!

অলিভ অয়েল ও চিনি

খাঁটি অলিভ অয়েলের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। পানির ঝাপটায় ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।

নারকেলের তেল

শুষ্ক ত্বকে ম্যাসাজ করতে পারেন নারকেলের তেল। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

আমন্ড অয়েল

আমন্ড অয়েলে আছে ভিটামিন এ এবং ই। ক্লিনজার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এই তেল। ত্বকের রুক্ষতা দূর করতে তাই ম্যাসাজ কর‍তে পারেন আমন্ড অয়েল।

পেঁপে ও মধু

পেঁপেতে থাকা পটাশিয়াম ত্বক করে মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

ত্বক নরম করতে অ্যালোভেরার জুড়ি নেই। আলতো হাতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। ত্বক হবে মোলায়েম।

Link copied!