• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘ব্ল্যাক উইডো’র ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০২:৩১ পিএম
‘ব্ল্যাক উইডো’র ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া!

আমেরিকার বিষাক্ততম মাকড়সা ‘ব্ল্যাক উইডো’। দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনই তীব্র এর বিষ। সম্প্রতি বিষাক্ততম এই মাকড়সার জাল বুনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে  তার তীক্ষ্ণ পা এবং পেটের লাল অংশ। লাল অংশই দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর এই প্রাণী।

ইউটিউবে ব্ল্যাক উইডোর ভিডিওটি শেয়ার হয়েছে। ৬ ডিসেম্বর ধারণ হয় ভিডিওটি। ‘ভাইরাল হগ’ চ্যানেলে শেয়ার হয়েছে ৮ ডিসেম্বর। ৩৩ সেকেন্ডের ভিডিওটিতে ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি ভিউ হয়েছে।

‘ব্ল্যাক উইডো’ জাল বুনার এই ভিডিওটি ধারণ করেছেন মাইকেল ম্যাকক্লিন্টিক। বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করার সময়ই বিশাল ব্ল্যাক উইডোটির খোঁজ পেয়েছেন বলে জানান তিনি। 

মাইকেল ম্যাকক্লিন্টিকের ভিডিওটি দেখে শিহরিত হয়েছেন নেটিজেনরা। ভিডিওর নিচে মন্তব্যও লিখেছেন। অনেকেরই মত দিয়েছেন, এই ভিডিও দুর্বলচিত্তের হৃদয়ের জন্য সহনযোগ্য হবে না।

মন্তব্যে একজন লিখেন, ‘ভয়ঙ্কর সুন্দর’। অন্য এক মন্তব্যে আরও একজন লিখেছেন, "জাল না বুনলে ভাবতাম এটা বোধহয় নকল! প্রকৃতির সৃষ্টির সৌন্দর্যকেও কেউ কেউ উপেক্ষা করেতে পারেননি৷"

বিষাক্ত মাকড়সা ব্ল্যাক উইডোর বিজ্ঞানসম্মত নাম ‘ল্যাট্রোডেক্ট্রাস’৷ এই প্রজাতির মাকড়সাদের মধ্যে অদ্ভুত বৈশিষ্ট্য দেখা মেলে। কখনও কখনও এই প্রজাতির স্ত্রী মাকড়সা যৌন সঙ্গমের পর পুরুষসঙ্গীকে খেয়ে ফেলে। এই জন্যই এর নাম ‘ব্ল্যাক উইডো’ দেওয়া হয়৷ বিশেষজ্ঞরা বলছেন, ‘ব্ল্যাক উইডো’র বিষে মৃত্যু হয় না। তবে শারীরের মারাত্মক ক্ষতি করে এটি।

সূত্র: সিএনএন

Link copied!