পৃথিবীর বুকে অনেক প্রজাতি রয়েছে। জলে-স্থলে থাকে নানা প্রজাতির প্রাণীর চলাচল। সমুদ্রের গভীরেও অনেক প্রজাতির পরিচয় এখনো মানুষের অজানা। সমুদ্রের তীরে ভেসে এলে কিংবা জেলের জালে ধরা পড়লেই এসব প্রাণী নজরে আসে।
সম্প্রতি ভিন্নরূপের এক জলজ প্রাণীর দেখা মিলল রাশিয়ায়। সেই দেশের একটি জেলের জালে ধরা পড়েছে গভীর সমুদ্রের এই আজব প্রাণীটি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে জানা যায়, প্রাণীটি দেখতে আজব প্রকৃতির। প্রথম দেখায় মনে হবে এটি একটা চিজবার্গার। মানে প্রাণীটি দেখতে অবিকল চিজবার্গারের মতো।
রাশিয়ার জেলে রোমান ফেডর্টসভের (৩৯) জালে ধরা পড়ে এই মাছটি। বেশ কয়েকদিন ধরে তিনি গভীর সমুদ্রে ট্রলার দিয়ে মাছ ধরছিলেন। ওই সময়ই জালে বেশ কয়েকটি অচেনা প্রাণী ধরা পড়ে। এর মধ্যেই একটি ছিল চিজবার্গারের মতো প্রাণীটি।
আজব প্রকৃতিরর এই প্রাণীর নামও জানা নেই রোমানে। নিজের ইনস্টাগ্রামে প্রাণীগুরো ছবি তুলে পোস্ট করেন রোমান। পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নেটিজেনদের নজরে আসে। তাদের মধ্যে অবিকল চিজবার্গারের মতো দেখতে ওই মাছের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়।