প্রতিনিয়তই বিশ্ব রেকর্ড হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিচিত্র ঘটনা ঠাঁই করে নিচ্ছে রেকর্ডের তালিকায়। কখনো প্রকৃতির খেয়ালে, কিংবা কখনো মানুষের অদ্ভুত শখের কারণে ব্যতিক্রমী সব ঘটনার জন্ম হয়। ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়ে উঠে আসছে আলোচনায়। এবার সেই পথেই পা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। নাম লিসা স্পার্কস।
যুক্তরাষ্ট্রের বাসিন্দা লিসা স্পার্কসের ঘটনাটি একটু অন্যরকম। তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন অসংখ্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
দ্য আফ্রিকান মিডিয়া ডটকম-এর প্রতিবেদনে জানায়, একদিনে ৯১৯ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বিশ্ব রেকর্ড করেছেন লিসা। ২০০৪ সালের ১৬ অক্টোবর পোল্যান্ডের ওয়ার্শোতে অনুষ্ঠিত ‘ইরোটিক ওয়ার্ল্ড গ্যাংব্যাং চ্যাম্পিয়নশিপে’ এই রেকর্ড গড়েছেন তিনি।
ঘটনাটি অনেক আগের। তবে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা কথা জানানোর পরই আলোচনায় উঠে আসেন লিসা।
লিসা বলেন, “২০০৪ সালের ঘটনা ছিল এটি। এতদিন কেউই জানতেন না। বিষয়টি গোপন রাখা হয়েছিল।”
কৌতূহল থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানান লিসা। পরে বিশ্ব রেকর্ডে তার নাম ওঠে। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে লিসা বলেন, “বিষয়টির মধ্যে শেষপর্যন্ত তেমন কিছুই খুঁজে পাইনি। বরং বেশ খানিকটা বোর-ই হয়ে পড়েছিলাম।”
শুধু তাই নয়, নিজের মুড ঠিক করতে বার্গার অর্ডার করে খেয়েছিলেন তিনি। ঘটনার পরের সময়টার কথা জানিয়ে লিসা বলেন, “ওই ঘটনার পর সপ্তাহখানেক অসুস্থ ছিলাম।”
পোল্যান্ডের ওয়ার্শোতে অনুষ্ঠিত ‘ইরোটিক ওয়ার্ল্ড গ্যাংব্যাং চ্যাম্পিয়নশিপে’ নিয়ে বিতর্ক তৈরি হলে স্থানীয় পুলিশ পরবর্তী সময়ে তা বন্ধ করে দেয়। এখন সেটি আর অনুষ্ঠিত হয় না বলে গোপনেই থেকে গেছে বিচিত্র এমন ঘটনা।