• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দড়িলাফে বিড়ালের বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০১:৪৮ পিএম
দড়িলাফে বিড়ালের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিড়াল ১ মিনিটে ৯ বার দড়িলাফ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। ১৩ বছর বয়সী বিড়ালটির নাম কিটক্যাট। বিড়ালটি তার মালিক তৃষা সেফ্রিডের সহায়তায় এই রেকর্ড করতে সক্ষম হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

কিটক্যাটের মালিক তৃষা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানান, “৬ মাস বয়সে কিটক্যাট জনসমক্ষে দড়িলাফ দিয়ে সবাইকে অবাক করে দেয়।” এর মাধ্যমে বিড়ালকে প্রশিক্ষণ দেওয়া যায় না বলে যে ধারণা প্রচলিত তা ভেঙে যায় বলে জানান তিনি।

একটি এনিম্যাল ট্যালেন্ট এজেন্সি পরিচালনা করা তৃষা অনেক বছর ধরে পশুপাখির প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি জানান, কিটক্যাটকে তার ভাইবোন আর মাসহ একটি গোলাঘরে খুঁজে পান। দড়িলাফ ছাড়াও আরও ২০টির মতো কসরত করতে পারে কিটক্যাট। যার মধ্যে রয়েছে হাই ফাইভ দেওয়া, হাত নাড়ানো, নির্দেশ দিলে মিউ ডাক দেয়া, নির্দিষ্ট জায়গায় যেতে পারা।

তৃষা সেফ্রিড বলেন, “বিড়ালের দড়িলাফ আকর্ষণীয় কাজ। তবে ওর বয়সের কারণে খুব বেশি দড়িলাফ দিতে দিই না। ওর সবচেয়ে প্রিয় কাজ এখন হাই ফাইভ দেওয়া। কিটক্যাট তার ভক্তদের হাই ফাইভ দিতে খুব পছন্দ করে।”

এরই মধ্যে কিটক্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছে। 

Link copied!