• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

প্রেমের সমীকরণ যেমন হওয়া উচিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৪:৩৯ পিএম
প্রেমের সমীকরণ যেমন হওয়া উচিত
ছবি: সংগৃহীত

প্রথম দেখায় প্রেম হওয়া নতুন কিছু নয়। উঠতি বয়সেই এমন অনুভূতি বেশি নাড়া দেয়। তবে বয়স বাড়লে প্রেমের নানা সমীকরণ মাথায় ঘুরপাক খায়। তখন প্রথম দেখায় প্রেম হলেও, এর ভালো মন্দ যাচাই করেই সামনে এগোয়।

 প্রথম প্রেমের অনুভূতিই আলাদা হয়। ভালবাসার মানুষকে সবসময় অনুভব করা, বাঁধনহীন আবেগ, অন্তহীন অপেক্ষা থাকে আর একসঙ্গে সময় কাটানোর ইচ্ছে থাকে প্রবল। অভিজ্ঞতা যত বাড়ে বা যত প্রেম প্রবীন হয় ততই উচ্ছ্বাস কমে যায়। সম্পর্কের সমীকরণ যাচাই বাছাইয়ের দিকেই মন আটকে থাকে। প্রেমের সম্পর্ক মজবুত করতে এবং সমীকরণকে সঠিক রাখতে একে-অপরের প্রতি ভালবাসার অনুভূতি, বিশ্বাস, ভরসা রাখা জরুরি। এর বাইরেও কিছু বিষয়ে যত্ন নিতে হয়। তবেই ভালোবাসা  বা প্রেমের সমীকরণটা ঠিক থাক।

  • প্রেম নতুন বা পুরোনো যাই হোক না কেন সঙ্গীকে সময় দেওয়া জরুরি। দিনের অবসর সময়টা সঙ্গীর সঙ্গেই কাটান। দেখা করার চেষ্টা করুন। পেশাগত জটিলতার জন্য় সম্পর্ককে জটিল করবেন না। বরং সঙ্গীর সঙ্গে কাটানো সময়টাতে ভালোবাসার কথা বলুন।
  • প্রেম করলে দায়িত্ব নিতে শিখুন। দায়িত্ব নেওয়ার সাহস না থাকলে প্রেমে জড়াবেন না। সঙ্গীর দায়িত্ব নিন।
  • প্রেমে স্বার্থত্যাগ করা জরুরি। নিজের ভুল না থাকলেও অভিমান পুষে রাখা যাবে না। খোলাখুলি কথা বলতে হবে। নিজের রাগ ভুলে সঙ্গীর সঙ্গে একান্তে বসে কথা বলতে হবে। পছন্দ-অপছন্দগুলো নিয়ে আলোচনা করে সমাধান বের করতে হবে।
  • যেকোনো সম্পর্কেই বোঝাপড়াটা  জরুরি। একে অন্যকে যত কম ভুল বুঝবেন ততই সম্পর্কের সমীকরণ মজবুত হবে। সম্পর্কে রাগ অভিমান থাকলেও একে-অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে।
  • সঙ্গীকে অবশ্যই সম্মান করতে হবে। সঙ্গীর পছন্দ, ভাল লাগাকে প্রাধান্য দিতে হবে। যেকোনো কিছুই দুজন আলোচনা করে করুন। নিজেদের ভাবনাগুলো শেয়ার করুন।
  • সম্পর্কে কোনও গোপনীয়তা রাখবেন না। কোনো ঘটনা ঘটলে কিংবা সঙ্গীর কোনো কথা বা আচরণে কষ্ট পেলে খুলে বলুন। সম্পর্কে জড়তা থাকলে দূরত্ব বাড়ে।
  • যেকোনো পরিস্থিতিতেই সঙ্গীকে একা ছাড়বেন না। সঙ্গীর পাশে থাকুন। জীবনে ভালো খারাপ সময় আসবেই। কিন্তু খারাপ সময়ে সঙ্গীকে আগলে রাখার দায়িত্ব আপনারই। তাই পরস্পরের হাত শক্ত করে ধরুন। মানসিক জোর রাখুন।
  • প্রেমের সম্পর্কে সবাই নিশ্চয়তা চায়। সঙ্গীকে নিশ্চয়তা দিন। সঙ্গী যেন আপনার উপর ভরসা করতে পারে সেই জায়গাটা পরিস্কার রাখুন।
  • সঙ্গী আপনার জন্য় কতটা গুরুত্বপূর্ণ তা জানাবেন। সবসময় ভালোবাসার প্রকাশ করবেন। ভালোবাসার প্রকাশ না করলে সঙ্গী অনিশ্চয়তায় ভুগতে পারে। সম্পর্কের পরিণতি নিয়েও দ্বিধায় থাকতে পারে। তাই সঙ্গীকে কতটা ভালোবাসেন তার প্রকাশ করুন সবসময়।
Link copied!