• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সবচেয়ে ছোট কাঠের চামচ বানিয়ে শশীকান্তের বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ১০:২৮ এএম
সবচেয়ে ছোট কাঠের চামচ বানিয়ে শশীকান্তের বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

এবার কাঠ দিয়ে ক্ষুদ্র চামচ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন শশীকান্ত প্রজাপতি (২৫) নামের এক ভারতীয় তরুণ। তার তৈরি চামচের দৈর্ঘ্য মাত্র ১.৬ মিলিমিটার (০.০৬ ইঞ্চি) বলে জানায় খালেজি টাইমস।

শিল্পী শশীকান্ত প্রজাপতি পূর্ব ভারতের বিহারের অধিবাসী। তিনি জানান, কাঠের চামচ তৈরি করা খুব সহজ কাজ। কিন্তু সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরি করা খুব কঠিন কাজ। দীর্ঘসময় অনুশীলনের ফলেই এই কাজ করতে পেরেছেন।

এ চামচ বানিয়ে গিনেজ বুকে নাম লিখিয়েছেন শশীকান্ত। তবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম চামচ বানাতে শীকান্তকে ১০টির বেশি চামচ তৈরি করতে হয়েছে।  

গিনেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রেকর্ডের জন্য চামচটিকে হতে হবে আদর্শ একটি চামচ। অর্থাৎ সামনের বাটি আকার অংশ এবং পেছনে হাতল থাকবে। নিয়ম অনুযায়ী চামচ বানাতে একাধিক কাঠের টুকরো ব্যবহার যায়। তবে শশীকান্ত একটি কাঠের টুকরো দিয়েই চামচটি তৈরি করেন। এ চামচটি বানাতে একটি ধারালো ছুড়ি ব্যবহার করেন শশীকান্ত।

শশীকান্তর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আরেক ভারতীয় শিল্পী। জয়পুরের বাসিন্দা নবরতন প্রজাপতির বানানো চামচের দৈর্ঘ্য ছিল ২ মিলিমিটার (০.০৭ ইঞ্চি)। 

Link copied!