• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেমন্তের উপযোগী পোশাক কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:১৯ পিএম
হেমন্তের উপযোগী পোশাক কেমন হবে
সূত্র: সংগৃহীত

শীতের ঠিক আগের মুহূর্তই হচ্ছে হেমন্ত। শরতের পরই হেমন্তের আগমন। এই ঋতু শীতের বার্তা নিয়ে আসে। আবহাওয়া যেন শীতের আভাস দেয়। অনেকটা শীত আর গরমের মাঝামাঝি সময়। প্রকৃতির এই রূপ অনেকেরই পছন্দ। কারণ এই ঋতুতে কোথাও ঘুরতে যাওয়ার সেরা সময়।

অনেকেই হয়তো ঘুরতে বেরিয়ে পড়েছেন। অনেকে হয়তো ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। পরিকল্পনা করার সময় কিন্তু বিশেষ প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে পোশাক নির্বাচন হতে হবে ঋতু উপযোগী। শীত–পূর্ব এই সময়টা শরীরের জন্য স্পর্শকাতর। একটু অসচেতনতায় রোগ এসে ভর করতে পারে শরীরে। কারণ গরম-ঠান্ডা আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পোশাক ও অন্যান্য বিষয়েও সামঞ্জস্যতা রাখতে হবে। তাই হেমন্ত উপযোগী স্টাইলিশ ও স্বস্তিদায়ক পোশাকগুলো কেমন হবে চলুন জেনে আসি এই আয়োজনে।

যেহেতু বছরের এই সময়ে আবহাওয়ার তারতম্য হয়। হালকা গরম, হালকা শীত। তাই ভ্রমণের পোশাকের স্টাইলটাও তেমনই হতে হবে। ভ্রমণ শুরুর আগে কোথায় যাচ্ছেন, কতসময়ের জন্য যাচ্ছেন তা খেয়াল রাখুন। কারণ ভ্রমণের স্থান ও সময়ের উপর নির্ভর করেই পোশাকের পরিকল্পনা করতে হবে।

এ সময়টায় দিনে গরম, আর সন্ধ্যা না ঘনাতেই ঠান্ডা লাগে। তাই পোশাক হওয়া উচিত, যা দিন কিংবা রাতে দুই সময়ই আরাম দেবে। এই সময় ফুলস্লিভ কিংবা কোয়ার্টার স্লিভ ড্রেস বেশ উপযোগী। যা দিনে এবং রাতে দুই সময়ের জন্যই উপযোগী।

দূরে ভ্রমণযাত্রায়, সারা দিন ঘুরে বেড়ানোর পরিকল্পনায় আবহাওয়া উপযোগী পোশাক নির্বাচন করুন। মেয়েরা সালোয়ার–কামিজ, কুর্তি, টপ, টিউনিক, কাফতানের মতো পোশাক সঙ্গে নিতে পারেন। পার্টিতে যেতে ভারী কাজের পোশাক পরতে পারেন। যা আবহাওয়ার সঙ্গে মানানসই হয়।

অনেক মেয়ে ভ্রমণে শাড়ি পরতে পছন্দ করেন। এই ঋতুতে শাড়ি নির্বাচনেও বিশেষ খেয়াল রাখুন। কারণ বেশি ভারী বা বেশি হালকা শাড়ি দুটোই অস্বস্তি বাড়াতে পারে। তাই যে ফ্যাব্রিকের শাড়ি পরে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, ভ্রমণে সেই শাড়িই বাছুন। দিনের ভ্রমণে হালকা রঙের শাড়ি পরলেই আরামবোধ করবেন। রাতের সময় যেকোনো রঙই পরতে পারেন।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে ঋতু উপযোগী পোশাকের আয়োজন থাকে। সেখান থেকে পছন্দের পোশাক বেছে নিতে পারেন। পোশাকের কাট ও স্টিচে নতুনত্ব রয়েছে এমন পোশাক বাছাই করুন।

এদিকে ছেলেরা এই ঋতুতেও ডেনিম শার্ট, ফুল স্লিভ স্মার্ট ক্যাজুয়াল শার্ট, শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট ও ফুল স্লিভ ফতুয়া পরতে পারে। এছাড়াও ট্রাউজার, ব্যাগি জিন্স এখন প্রতিটি ফ্যাশন হাউসে শোভা পাচ্ছে। ঋতু উপযোগী অফিশিয়াল ফুলস্লিভের শার্টও পাওয়া যাচ্ছে। খাদি, কটন, সিনথেটিক, জয়সিল্ক, এন্ডি কটন দিয়ে তৈরি হয়েছে এসব পোশাক।

ঋতুভিত্তিক পোশাক জনপ্রিয় হওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে এর দামও হয় সহনীয়। ছেলেদের  হুডিশার্ট পাওয়া যাবে ১২০০ টাকার মধ্যে, হুডি টি-শার্ট ১০০০ টাকার মধ্যে, ফুলস্লিভ টি-শার্ট পাওয়া যাবে  ৮০০ টাকার মধ্যেই। টি-শার্টের পাওয়া যাবে ৬০০ থেকে ১২০০ টাকায়।

মেয়েদরে পোশাকের দামও সাশ্রয়ী। সালোয়ার কামিজ ২৫০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। পার্টি ড্রেসের মূল্য ৬০০০ এর মধ্যেই পাওয়া যাচ্ছে। আর টপস্ মিলবে ২২০০ টাকার মধ্যেই।

হেমন্তের এই সময় ছোটদের পোশাকে বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময় ছোটদের একেবারে হালকা পোশাক পরানো যাবে না। আবার বেশি ভারী পোশাকও তাদের অস্বস্তি বাড়াবে। তাই এই ঋতুতে ছোটদের জন্য লম্বা হাতার আরামদায়ক ফ্যাব্রিকের পোশাক বেছে নিতে পারেন। হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট পরলেই আরাম পাবে। কারণ এই সময় বাতাসে শীতল অনুভূতি দেয়। যা ছোটদের শরীরকেও শীতল করে দিতে পারে।

Link copied!