• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পয়লা বৈশাখে ছোটদের পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৪:৪০ পিএম
পয়লা বৈশাখে ছোটদের পোশাক

বাঙালির ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেয় পয়লা বৈশাখ। আর নববর্ষের উৎসব মানে নানা রকম আয়োজনের সঙ্গে পোশাকের সমারোহ। চলুন দেখে নিই এই দাবদাহে ছোটদের পোশাকে কী রাখবেন—

পয়লা বৈশাখের সাজপোশাক যেমন বড়দের জন্য তেমনি ছোটদেরও বেশ আনন্দের। উৎসব সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য চাই রঙিন পোশাক। 

 

 

বৈশাখে ছোট মেয়েদের শাড়ি ছাড়া যেন চলেই না। বড়দের দেখাদেখি তারাও শাড়ি পরার বায়না করে। বৈশাখের চিরায়ত লাল-হলুদ শাড়ির পাশাপাশি ছোট মেয়েদের জন্য রাখতে পারেন মেরুন, নীল, কমলা,বেগুনি, সবুজসহ হালকা রঙের শাড়ি অথবা ছোট টপস। 

 

ছোটদের শাড়ির জমিন ও আঁচলে নানা রকম বৈশাখী নকশা থাকবে, এমন পোশাক কিনতে পারেন। ছেলের জন্য ফতুয়া, ছোট পাঞ্জাবি। ফতুয়ার বাইরে হালকা রঙের টি-শার্টও পরাতে পারেন। গরমে আরামের কথা বিবেচনায় এসব পোশাকে সুতি ও কটন কাপড় বেছে নিন। এতে শিশুরা আরামবোধ করবে।

পোশাকের নকশা হিসেবে পাখা, কলস, পাখি, ড্রাই ফিশ, ঘণ্টা, ঢোল, একতারা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ, টমটম গাড়ি, পেঁচা ইত্যাদির ছবি আঁকা রয়েছে, এমন সব পোশাক কিনে দিন।

Link copied!