• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী যে নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১২:৪১ পিএম
সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী যে নারী

মানুষের বিচিত্র শখের কোনও শেষ নেই। নিজের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়েও সন্তুষ্ট নন অনেকে। প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করে বদলে ফেলেন নিজের অবয়ব। এই তালিকায় অভিনেত্রীদের নামই বেশি চোখে পড়ে। মূলত নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতেই এমনটা করে থাকেন। এরমধ্যে অনেককে বেশ মানিয়ে যায়, অনেকের আবার সার্জারির পর সুন্দর চেহারা আরও বিকৃত দেখায়।

অভিনেত্রীদের গণ্ডি পেরিয়ে এবার সাধারণদের মধ্যেও এই ভূত চেপেছে। সম্প্রতি বুলগেরিয়ার এক তরুণী নিজের ঠোঁটের সার্জারি করে আলোচনায় উঠে এসেছেন। এই তরুণীর নাম অ্যান্ড্রিয়া ইভানোভা। শখ পূরণেই নিজের ওপর এই এক্সপেরিমেন্ট চালিয়েছেন বলে জানান এই তরুণী।

অ্যান্ড্রিয়া ইভানোভা জানান, তিনি শখ করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর। 'বার্বি ডল' লুকে নিজেকে সাজাতে চেয়েছিলেন। এর তাকে বেশ কয়েকবার চিকিৎসকের ছুরি-কাঁচির নিচেও যেতে হয়।

ইভানোভা জানান, বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানাতে গিয়ে মোট ২০ বার অস্ত্রোপচার করাতে হয়েছে। ‘বার্বি’ পুতুলের মতো ঠোট সাজাতে তিনি একের পর এক অস্ত্রোপচার করিয়ে চলেছেন। এসব অস্ত্রোপচারে তিনি কয়েক হাজার পাউন্ডও খরচ করেছেন।

ইভানোভা আরও জানান, তার ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় এখন চার গুণ বড় হয়েছে।

এদিকে ইভানোভার ঠোঁটের আকার দেখে চিকিৎসকরা জানিয়েছেন, 'এই যথেষ্ট, আর না'। কিন্তু তাতেও খুশি নন ইভানোভা। আরও বড় ঠোঁট বানাতে চান তিনি। ফলে আরও দুটি অস্ত্রোপচার করাতে চান এই তরুণী।

ইভানোভার এই অদ্ভুত কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার স্বাস্থ্য নিয়েও শঙ্কা প্রকাশ করছেন। কটাক্ষও করছেন কেউ কেউ। তবে কোন সমালোচনাই গায়ে মাখছেন না ইভানোভা। বরং আরও বড় ঠোঁট কীভাবে বানানো যায় সেই চিন্তাতেই মশগুল বুলগেরিয়ার এই তরুণী।

Link copied!