• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

লজেন্স খেলেই ৬০ লাখ টাকা বেতন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৩:৪১ পিএম
লজেন্স খেলেই ৬০ লাখ টাকা বেতন!

ক্যান্ডি চকলেট কার না পছন্দ। ছোট বড় সবাই ক্যান্ডি পেলেই মুখে পুরে নেন। চকলেটের দাম নিয়ে ভাবার সময় নেই। যত দামীই হোক চকলেট খাওয়া চাই। তবে চকলেট খাওয়ার জন্যও যদি টাকা পাওয়া যায়! তাও আবার মাসে ৫ লাখ টাকা। তবে তো সোনায় সোহাগা!

হ্যাঁ সম্প্রতি চকলেট খাওয়ার জন্যও চাকরি পাওয়া যাচ্ছে। কানাডিয়ান বিখ্যাত লজেন্স প্রস্তুতকারক সংস্থা ক্যান্ডি ফানহাউজ চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। চিফ ক্যান্ডি অফিসার নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। নিয়োগপ্রাপ্ত কর্মী কাজ করবেন লজেন্স টেস্টারের। প্রস্তুতকারী সংস্থার তৈরি লজেন্স টেস্ট করাই হবে তার মূল কাজ। স্বাদ ও মানের যাচাই করবেন টেস্টকারী। যার উপর ভিত্তি করে বাজারে নতুন চকলেট আনবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের শর্তানুযায়ী, প্রার্থীর বয়স হতে হবে ৫ বছরের উপরে। প্রতিদিন তাকে ১০০টিরও বেশি লজেন্স খেতে হবে। মাসে সাড়ে তিন হাজার লজেন্স খেতে হবে তার। লজেন্সের  গুণগত মান ও স্বাদ নিখুঁতভাবে বিচার করতে হবে। সেই অনুযায়ী নতুন চকলেট তৈরি করা হবে এবং বিশ্ববাজারে বিক্রি হবে। গুরু দায়িত্বটি পালনে ওই কর্মকর্তা পাবেন মাসে ৫ লাখ টাকা। বছরে যা দাড়ায় ৬০ লাখ টাকারও  বেশি।

চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরই ব্যাপক সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি। এমনকি অভিভাবকরাও  বাচ্চাদের হয়ে আবেদন করছেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, আবেদনকারীদের মধ্যে সবচেয়ে ছোট প্রার্থীর বয়স মাত্র ৮ বছর। 

Link copied!