বিশ্বের সর্বোচ্চ বৃদ্ধের নাম গিনেস বুকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:৪৬ পিএম
বিশ্বের সর্বোচ্চ বৃদ্ধের নাম গিনেস বুকে

বিশ্বের সবচেয়ে বেশি বয়সীর প্রবীণতমদের তালিকায় নাম উঠলো পুয়ের্তো রিকোর এমিলিও ফ্লোরেস মারকুয়েজের। ১১২ বছর ৩২৬ দিন বয়সের এই প্রবীণের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

জিনিউজ জানায়, বিশ্বের প্রবীণতম মানুষের শিরোপা এমিলিও ফ্লোরেস মারকুয়েজেরকেই দিল গিনেস বুক। স্যান জুয়ানের পূর্বাঞ্চলের ক্যারোলিনায় ১৯০৮ সালে তার জন্ম। ভাইবোনেদের মধ্যে তিনিই সবচেয়ে বড়।

তার বিবাহিত জীবন ছিল ৭৫ বছরের। ২০১০ সালে এমিলিও বিপত্নীক হন। জীবনসঙ্গীর বিচ্ছেদে অনেকটাই ভেঙে পরেন তিনি। তবে বর্তমানে সন্তান ও নাতি-নাতনীদের সঙ্গেই তার দিন কেটে যাচ্ছে।

গিনেস বুকে রেকর্ডে নাম উঠায় বেশ আনন্দিত প্রবীণ এই মানুষটি। তিনি বলেন, "সবসময়ে ভালো কিছু করতে বলতেন বাবা। সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন।"

ভালো কাজ করাই তার দীর্ঘায়ুর রহস্য় বলেই জানালেন এমিলিও। তিনি বলেন, "সুস্থ শরীরে এতো বছর থাকতে পেরেছি ভালো কাজ করে, ভালো চিন্তা করে।"

Link copied!