নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন পারবেন।
প্রতিষ্ঠানের নাম
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
পদের নাম
প্রভাষক
বিষয়
ইংরেজি ও গণিত
পদসংখ্যা
প্রতি বিষয়ে একজন করে
যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে এবং নিজ নিজ পদের শিক্ষক নিবন্ধনধারী হতে হবে।
বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ
কর্মস্থল
ময়মনসিংহ
আবেদনের নিয়ম
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফি
সব পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ বরাবর জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
৩০ ডিসেম্বর ২০২১
সূত্র: বিডিজবস ডটকম