জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগ্রহীরা ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম
এম.টি. অপারেটর (ড্রাইভার)।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা
পাঁচ বছর
বয়স
অনূর্ধ্ব ৪০ বছর
বেতন
- ভারী লাইসেন্স- শুরুতে ২০৫০০ টাকা। ছয় মাস পরে শিক্ষানবিশকাল শেষে ২২,০০০টাকা।
- মাঝারি লাইসেন্স- শুরুতে ১৯,০০০ টাকা। ছয় মাস পরে শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা।
- হালকা লাইসেন্স- শুরুতে ১৭,০০০ টাকা। ছয় মাস পরে শিক্ষানবিশকাল শেষে ১৮,০০০ টাকা।
এ ছাড়া ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা/ দুপুরের খাবার/ রাতের খাবার প্রদান করা হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, লাইসেন্সের কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট-এর কপি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা : এইচ আর ডিপার্টমেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সপ্তম তলা, বাসা : ০১, রোড : ০১, সেক্টর : ০১, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ সময়
১১ ডিসেম্বর, ২০২১।
সূত্র : ঢাকাপোস্ট