• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৩:৪০ পিএম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

আগস্ট মাসেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।


জানা গেছে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঠিক করতে একটা সভা হবে। সেখানে হয়তো তারিখটা ঠিক করা হবে এবং এ মাসেই সেটা জানিয়ে দেয়া হতে পারে।

 

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন উইংয়ের পরিচালক মনীষ চাকমা গণমাধ্যমকে বলেন, চলতি (আগস্ট) মাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে। এ বিষয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

উল্লেখ্য, দেশের আট বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে আবেদন জমা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Link copied!