• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

এসএসসি পাসে বাংলাদেশি কর্মী নেবে তুরস্ক, বেতন ৫১ হাজার টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১১:৪২ এএম
এসএসসি পাসে বাংলাদেশি কর্মী নেবে তুরস্ক, বেতন ৫১ হাজার টাকা
প্রবাসী কর্মী (ছবি: সংগৃহীত)

সরকারি ভাবে তুরস্কে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। তাদের ব্যবস্থাপনায় তুরস্কে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও উচ্চতা : কমপক্ষে এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে এবং ইংরেজি কথা বলায় পরদর্শী হতে হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে।

শর্ত
> শ্রমচুক্তি দুই বছর ( নবায়নযোগ্য);
> শিক্ষানবিশকাল তিন মাস;
> দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, ওভারটাইম তুরস্কের শ্রম আইন অনুযায়ী;
> থাকা: কোম্পানি বহন করবে;
> খাবার: কাজে থাকা অবস্থায় কোম্পানি দেবে;
> বিমানভাড়া কোম্পানি দেবে;
> সাপ্তাহিক ছুটি এক দিন;
> মেডিকেল: কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে;

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বোয়েসেলের সির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি পেতে এখানে ক্লিক করুন।

সার্ভিস চার্জ: চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।

আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

Link copied!