যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি ৪ ক্যাটাগরির পদে ১৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম
সহকারী টেকনিক্যাল অফিসার (ইইই বিভাগ)
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশন/সমমান ডিপ্লোমা ডিগ্রি
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
পদের নাম
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি, মেডিকেল সেন্টার)
পদসংখ্যা: ১ (চুক্তিভিত্তিক)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাস। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজির ল্যাবরেটরি মেডিসিনে তিন থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস।
অভিজ্ঞতা: ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা
পদের নাম
ড্রাইভার
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। লাইট/মিডিয়াম/ হেভি মোটর ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান পাসসহ লাইট/ মিডিয়াম/হেভি মোটর ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর ও বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
পদের নাম
লিফট অপারেটর
পদসংখ্যা: ১২ (স্থায়ী)
দপ্তর
মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন।
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ফিল্ডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে।
অভিজ্ঞতা: ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
আবেদন পদ্ধতি
এই লিংকে থেকে বিস্তারিত জেনে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল/সাময়িক সনদপত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকেট সম্বলিত ১০ বাই সাড়ে চার ইঞ্চি সাইজের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থিত পদের নাম খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।
আবেদনের শেষ সময়
১১ নভেম্বর ২০২৩