• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অসামরিক একাধিক পদে লোকবল নেবে বিজিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ১০:৫৭ এএম
অসামরিক একাধিক পদে লোকবল নেবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। এই বাহিনীতে অসামরিক পদে ১৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম
অফিস সহকারী (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
এইচএসসি বা সমমান। কম্পিউটারে টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন 
৯,৩০০ টাকা

 

পদের নাম
কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৩ (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা।
অভিজ্ঞতা
১ বছর
বেতন 
৯,৩০০টাকা

 

পদের নাম
সহকারী কিউরেটর (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
এইচএসসি বা সমমান।
বেতন 
৯,৩০০ টাকা

 

পদের নাম
ড্রাফটসম্যান (পুরুষ)
পদসংখ্যা

১৩
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
২ বছর
বেতন 
৯,৩০০ টাকা

 

পদের নাম
যানবাহনচালক (পুরুষ) 
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
৩ বছর
বেতন 
৯,৩০০ টাকা

 

পদের নাম
সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা
১১
যোগ্যতা
এসএসসি বা সমমান 
অভিজ্ঞতা
১ বছর
বেতন 
৯,০০০ টাকা


পদের নাম
গ্রিজার (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
২বছর
বেতন
৮,৮০০ টাকা

 

পদের নাম
কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৪ (পুরুষ)
পদসংখ্যা
২৭
যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান। 
অভিজ্ঞতা
২ বছর
বেতন 
৯,০০০ টাকা

 

পদের নাম
সুকানি (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
১ বছর
বেতন 
৮,৫০০ টাকা

 

পদের নাম
বয়লার অপারেটর (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা
২ বছর
বেতন 
৮,৮০০ টাকা

 

পদের নাম
সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। 
বেতন 
৯,০০০ টাকা

 

পদের নাম
সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
২বছর
বেতন 
৯,০০০ টাকা

 

পদের নাম
ইলেকট্রিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
২ বছর
বেতন 
৯,০০০ টাকা

 

পদের নাম
সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা
২ বছর
বেতন 
৯,০০০ টাকা

 

পদের নাম
অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
জেএসসি বা সমমান পাস। 
অভিজ্ঞতা
২বছর
বেতন 
৮,২৫০ টাকা

 

পদের নাম
বাবুর্চি (পুরুষ)
পদসংখ্যা
৪২
যোগ্যতা
জেএসসি বা সমমান পাস।
বেতন 
৮,২৫০ টাকা

 

পদের নাম
মালি (পুরুষ)
পদসংখ্যা

যোগ্যতা
জেএসসি বা সমমান পাস।
বেতন
৮,২৫০ টাকা

 

পদের নাম
পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ)
পদসংখ্যা
১৪
যোগ্যতা
জেএসসি বা সমমান পাস।
বেতন 
৮,২৫০ টাকা

 

বয়স
২০২৩ সালের ১ অক্টোবর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। 
তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

 

আবেদন পদ্ধতি
বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে  বিজিবির ওয়েবসাইটে  ক্লিক করুন।

 

আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২১০ টাকা, ৬ থেকে ১৮ নম্বর পদের জন্য সার্ভিস
চার্জসহ ১১০ টাকা টেলিটক মুঠোফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

 

আবেদনের শেষ সময়
১৪ আগস্ট, ২০২৩

Link copied!