• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

১২ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:০৪ পিএম
১২ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

রুশ আক্রমণের আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইউক্রেনে। একদিকে পশ্চিমা জোট আশঙ্কা করছে যুদ্ধের, আর অন্যদিকে সমঝোতার আহ্বান জানাচ্ছে রাশিয়া।

এরই মাঝে ইউক্রেন থেকে নিজ নিজ দেশের নাগরিক প্রত্যাহার করতে শুরু করেছে বিভিন্ন দেশ। বিবিসি জানায়, যে কোনও মুহূর্তে রাশিয়া আক্রমণ করতে পারে- এমন হুঁশিয়ারি সংকেত পেয়ে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি অবশ্য কয়েকদিন আগেই নাগরিকদের ফিরে আসতে বলেছে। এরপর জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস সরকারও একই উদ্বেগ জানিয়ে নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মার্কিন দূতাবাসের অনেক কর্মীকে দেশটি ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। কানাডাও দূতাবাস কর্মীদের লিভিভে সরিয়ে নিচ্ছে। এমনকি রাশিয়াও কিয়েভ থেকে নিজেদের কূটনীতিবিদদের অনেককেই ফিরে আসতে বলছে।

সতর্ক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস ও জাপান। কোনও কোনও দেশ কূটনৈতিকদের সপরিবারে সরিয়ে এনেছে।

আক্রমণের সম্ভাবনা অস্বীকার করলেও ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন রেখেছে মস্কো। আর আক্রমণ চালালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

Link copied!