ওমিক্রনের প্রকোপে করোনার সংক্রমণ বাড়ছে ইউরোপে। বড়দিন আর নববর্ষের ছুটিতে সংক্রমণের হার বেড়েছে অনেক দেশে। মহামারি ঠেকাতে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ।
এরই মধ্যে মোট সংক্রমণের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে ইউরোপে। জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুসারে এই খবর জানিয়েছে ভয়েজ অব অ্যামেরিকা।
প্রায় দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৯০ লাখ। যার প্রায় অর্ধেকের কাছাকাছি আক্রান্ত হয়েছে ইউরোপে।
গত এক সপ্তাহে ইউরোপের প্রায় ৫০ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হয়েছে। সেখানকার ৫২ টি দেশ বা অঞ্চলগুলের মধ্যে ১৭টি করোনার নতুন রূপ ওমিক্রন কারণে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে।
রয়টার্স জানায়, ইউরোপে গত সপ্তাহে আক্রান্তদের মধ্যে ফ্রান্সের নাগরিক ১০ লাখের বেশি। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও রাশিয়ার পর ষষ্ঠ দেশ হিসেবে মোট ১ কোটি আক্রান্তের মাইলফলক পার করেছে দেশটি।