পোশাকের শোরুমের বাইরে রাখা মেয়ে পুতুলগুলোর মাথা কেটে ফেলতে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের হেরাত প্রদেশের দোকান মালিকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
তালেবানের দাবি, মানুষের আকৃতি নকল করে তৈরি এসব পুতুল ইসলামি শরিয়াহ আইনের পরিপন্থী। হেরাতের দোকানদারদের পুতুলের ‘শিরচ্ছেদ’ করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আফগান সরকার।
২০২১ সালের ১৫ আশরাফ গনির সরকারকে ক্ষমতাচ্যুত করে কাবুলের রাজধানী নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর নানা ক্ষেত্রেই ‘ইসলামি আইনের’ প্রয়োগ করে বিতর্কের সৃষ্টি করে শাসক দল।
বাক স্বাধীনতা, নারীদের ওপর বিধিনিষেধ আরোপ আর তাদের শিক্ষায় বাধা সৃষ্টির কারণেও মানবাধিকার গোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা হারায় তালেবান সরকার।
যদিও ভাস্কর্য বা পুতুলের বিষয়ে এখনও কোনো জাতীয় আইন বা নিষেধাজ্ঞা আরোপ হয়নি, তবে অনেক অঞ্চলে এসবকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে স্থানীয়ভাবে ফতোয়া জারি করা হচ্ছে। হেরাতের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান আজিজ রহমান এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “যদি দোকানদাররা শুধুমাত্র পুতুলের মাথা ঢেকে রাখে বা পুতুল লুকিয়ে রাখে, তাহলে আল্লাহ তাদের দোকান বা ঘরে প্রবেশ করবেন না এবং তারা বরকত পাবেন না।”
এমন ফতোয়ায় শহরের অনেক দোকানদারই ক্ষুব্ধ। এসব পুতুলের একেকটির দাম প্রায় সাড়ে তিন হাজার আফগানি রুপি। ফলে মাথা কাটতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রেতা হারানোর আশঙ্কা করছেন সবাই।