পৌরসভা নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে কলকাতার মেয়র হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শপথ নিলেন তিনি।
একই সঙ্গে দায়িত্ব নিয়েছেন চেয়ারপার্সন মালা রায়। মেয়র ও চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম প্যারে রাম। ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন মেয়র নিজেই।
২০১৮ সালের নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর দায়িত্ব পেয়েছিলেন ফিরহাদ। এ নিয়ে দ্বিতীয় দফায় মেয়র পদে দায়িত্ব নিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার ডেপুটি মেয়র পদে শপথ নেন অতীন ঘোষ। এছাড়াও মেয়র পারিষদ পদে শপথ নিয়েছেন দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, স্বপন সমাদ্দার, অভিজিৎ মুখোপাধ্য়ায়, মিতালি বন্দ্যোপাধ্যায়সহ অনান্যরা।
১৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয় পায় ১৩৪ টিতে। বিজেপি ৩, বামফ্রন্ট ও কংগ্রেস ২টি করে ওয়ার্ড ও অন্যান্যরা ৩টি ওয়ার্ডে জয় পেয়েছে।