• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লাহোরে বিস্ফোরণে নিহত ৩, আহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৮:২৫ পিএম
লাহোরে বিস্ফোরণে নিহত ৩, আহত ২০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এএফপি জানায়, শহরের বিখ্যাত আনারকলি বাজারে এই বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জনের বেশি। হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা জানিয়েছে পাকিস্তানে সংবাদমাধ্যম ডন। হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে যুক্ত ডিভাইস থেকে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে আনারকলি বাজারে একাধিক দোকানপাট ও আশপাশের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুলিশের ডিআইজি মহম্মদ আবিদ জানান, বিস্ফোরণের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। সন্ত্রাসবাদ দমন শাখার পাশাপাশি তদন্ত দল কাজ শুরু করেছে।

এখনও কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত ডিসেম্বরে পাকিস্তানভিত্তিক তালেবান সন্ত্রাসীদের সঙ্গে সরকারের বিরোধ শুরুর পর থেকেই দেশটিতে দফায় দফায় এমন হামলা চলছে।

Link copied!