রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যমে এবিসি নিউজের খবরে এমন তথ্য প্রচার করা হয়।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, লুহানস্ক অঞ্চলে এসব রুশ বিমান ও হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, এই খবর প্রচারের সঙ্গে সঙ্গেই এসব প্রতিবেদন অস্বীকার করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাগুলো আরও জানায়, ইউক্রেনের বিমান ঘাঁটির সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রুশ সেনাবাহিনী। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নষ্ট করে দিয়েছে তারা।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে জানিয়েছেন, “পুতিনের সেনারা পুরোদমের হামলা শুরু করেছে।”
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউক্রেনে পুতিনের সেনা অভিযানের ঘোষণার মিনিট খানেকের মধ্যেই রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ছবি ও ভিডিও শেয়ার হচ্ছে। তবে এই সব বিস্ফোরণ ঠিক কোথায় হয়েছে, সেগুলো জনবসতিপূর্ণ নাকি জনবিরল এলাকা, তা এখনো স্পষ্ট নয়।