• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউক্রেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০২:৩৭ পিএম
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খারকিভে রাশিয়ার বোমাবর্ষণে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এমন দাবি জানিয়ে এই অভিযোগ ক্রেন তিনি।

এছাড়াও জেলেনস্কির অভিযোগ, সোমবারের হামলার সময় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও রাশিয়ার আক্রমণের সময় যুদ্ধাপরাধ সংঘটিত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই অভিযোগের প্রেক্ষিতে নিজস্ব তদন্ত শুরু করার কথা জানিয়েছে। সোমবার আইসিসি চিফ প্রসিকিউটর করিম খান বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার ‘যৌক্তিক প্রমাণ’ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া। তবে ইউক্রেনের প্রতিরোধের কারণে অগ্রগতি ধীর হয়ে গেছে।

মঙ্গলবার স্যাটেলাইট চিত্রে ৪০ মাইল রাশিয়ান সামরিক কনভয় শহরের উত্তর দিক থেকে অগ্রসর হতে দেখা গেছে। ফলে রাজধানী কিয়েভে নতুন করে বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

এই সামরিক বহরে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, আর্টিলারি এবং লজিস্টিক যানবাহন রয়েছে বলে জানিয়েছে বিবিসি। কিয়েভের ১৮ মাইল দূরে থেকে ম্যাক্সার টেকনোলজিস স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি তুলে প্রকাশ করেছে।

Link copied!