• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মরোক্কোয় শিশু রায়ানের জানাজায় শত মানুষের ঢল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০১:১৬ পিএম
মরোক্কোয় শিশু রায়ানের জানাজায় শত মানুষের ঢল

কুয়াতে পড়ে পাঁচদিন আটকে থেকে মারা যাওয়ার পর বিশ্বজুড়ে আলোচিত ছোট্ট শিশু রায়ান। মরদেহ উদ্ধারের পর স্থানীয় সময় সোমবার তার জানাজা অনুষ্ঠিত হয়েছে উত্তরের শেফচাউয়েন অঞ্চলে।

মরক্কোর শত শত মানুষ ছোট্ট রায়ানকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন। গত ১ ফেব্রুয়ারি পাঁচ বছর রায়ান ওরাম তাঁর বাবার কর্মস্থলে গিয়ে ১০৪ ফুট গভীর কূপে পড়ে যান।

পাঁচ দিন ধরে একটি কূপে আটকে থাকা রায়ানকে জীবিত উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা শুরু হয়। তবে শেষ পর্যন্ত উদ্ধার হয় তাঁর মরদেহ।

গার্ডিয়ান জানায়, রায়ানের জানাজায় বিপুল সংখ্যক লোক সমাগম হয়। দুর্ঘটনার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে উত্তরের রিফ পর্বতমালার পাহাড়ের চূড়ার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

তবে প্রার্থনাস্থলের ধারণক্ষমতার বেশি মানুষ জড়ো হওয়ায় অনেকেই পাহাড়ের ঢালে ও আশেপাশের খোলা জায়গায় প্রার্থনা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ছবিতে ইমাম জানাজার নামাজ পড়াতে দেখা যায়। এসময় তাঁর ছোট্ট কফিন কোরআনের আয়াত লেখা সবুজ চাদরে আবৃত ছিল।

মরক্কোর উত্তরাঞ্চলের শহর তামরোতে একটি কুয়ার গর্তে আটকা পড়েছিল শিশু রায়ান। বাবা কুয়া মেরামতের কাজ করার সময় অন্যদিকে নজর দিতেই ১০৪ ফুট গভীরে পড়ে যায় সে। তবে এরপরও তাঁর সংজ্ঞা ছিল।

পাঁচ দিন ধরে কুয়ার ভেতর আটকে থাকার পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শিশুটির নিথর দেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা। কুয়া থেকে শিশু রায়ানকে উদ্ধারের চেষ্টা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।

Link copied!