কারফিউ, স্বাস্থ্যবিধি আর কঠোর বিধিনিষেধ, কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মহামারির। ভারতে প্রতিদিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার।
হিন্দুস্তান টাইমস জানায়, এই মুহূর্তে সংক্রমণ হারে দেশটির শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। দেশটির ১৫৬ জেলায় সংক্রমণ হার ২ দশমিক ৫ শতাংশের ওপরে রয়েছে। আর কলকাতায় এই হার ২৩ দশমিক ১৭ শতাংশ।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ। সংক্রমণের হারে কলকাতার ধারেকাছেও নেই দেশে অন্যান্য বড় শহর।
এছাড়া কেন্দ্র সরকার জানায়, গত আট দিনে ভারতে করোনা সংক্রমণ ৬ দশমিক ৩ গুণ বেড়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লি, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড ও গুজরাটে উদ্বেগ ছড়াচ্ছে পরিস্থিতি।
সরকারি তথ্য অনুযায়ী, বড় শহরগুলোতেই করোনা সংক্রমণ তুলনামূলক ভাবে বাড়ছে। দিল্লিতে সংক্রমণ হার ৫ দশমিক ৩ শতাংশ। মহারাষ্ট্রেও গত ৮ দিনে করোনা বেড়েছে ৮ গুণ।