ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হয়েছে ভূমিধস ও বন্যার। এ পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দমকলকর্মীরা জানান, সেখানকার পাহাড় ঘেরা একটি পর্যটন শহর বন্যায় তলিয়ে গেছে। সামাজিক মাধ্যমের ছবি ও ভিডিওতে বন্যার পানিতে ঘরবাড়ি ও গাড়ি ভেসে যেতে দেখা যায়।
নগর কর্তৃপক্ষ দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি মোকাবেলায় ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ফায়ার সার্ভিসের ১৮০ জনের বেশি কর্মী ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছেন।
রিও ডি জেনিরোর অগ্নিনির্বাপণ বিভাগ বিবৃতির বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বিবৃতিতে আরও বলা হয়, শহরের ৬৮ কিলোমিটার উত্তরে ব্রাজিলের শেষ সম্রাট দ্বিতীয় পেদ্রোকে সমাধিস্থল অবস্থিত। মনোরম পাহাড়ি শহরের এই প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলে।