কলকাতার পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফল বলছে এরই মধ্যে ১৩০টির বেশি ওয়ার্ডে বিপুল ভোটে এগিয়ে আছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
আর তাই আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও, এরই মধ্যে বিজয় উদযাপন শুরু করেছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বিজয় মিছিলও হয়েছে রাজ্যের অনেক জায়গায়। এদিকে বিজয় উৎসবে সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্তান টাইমস জানায়, কলকাতা পুরনিগমে তৃণমূল কংগ্রেসের বিজয় নিশ্চিতের পর মমতা বলেন, গণ উৎবে গণতন্ত্রের জয় হয়েছে। একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, কলকাতায় বিরোধীদের ‘ভোকাট্টা’ করেছে জনগণ।
কলকাতার বুথফেরত জরিপ বলছে, ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৩ থেকে ১৩৪ টিতেই জিততে চলেছে। তাই মমতা বলছেন, “মানুষ আমাদের যেভাবে সমর্থন করেছেন, তাতে সকল মা-মাটি-মানুষ, ভাইবোনকে প্রণাম, অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের জয়। উৎবের মতো ভোট হয়েছে।”
ভোটের ফলে বিজেপি ৩, কংগ্রেস ২, বাম ২ ও অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে। এর আগে ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জয় পায় তৃণমূল। এবার ভোট গণনার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল অন্তত ১৩৪ আসনে জয় আশা করছে।