রাশিয়ার সঙ্গে তিন দফা আলোচনায় তেমন কোনো অগ্রগতি চোখে না পড়লেও চতুর্থ দফা বৈঠকে শান্তি প্রক্রিয়া কিছুটা এগিয়েছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রতিনিধিরা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবারের আলোচনার পর শান্তি আলোচনায় অগ্রগতির দিকেই ইঙ্গিত দিয়েছেন।
এদিন গভীর রাতে এক ভিডিও বার্তায় রাশিয়ার সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আলোচনার অগ্রগতি ইতিমধ্যেই বাস্তবসম্মত বলে মনে হচ্ছে। যদিও ইউক্রেনবাসীর স্বার্থে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো সময় প্রয়োজন।”
এদিকে রাশিয়ান ও ইউক্রেনের আলোচকদের মধ্যে পঞ্চম দফা আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিবিসি। এখন পর্যন্ত পরিস্থিতির সবচেয়ে কার্যকর অগ্রগতি দেখা গেছে ও চতুর্থ তৃতীয় বৈঠকে। তাই পঞ্চম দফায় বড় ধরণের কূটনৈতিক অগ্রগতির আশা করছেন সবাই।
রুশ প্রতিনিধিদের সঙ্গে চতুর্থ দফা আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের ওপর জোর দেওয়ায় নির্দেশনা দিয়েছিলেন জেলেনস্কি। আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রেসিডেন্ট পর্যায়ে সরাসরি আলোচনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তিনি। অন্যদিকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।