• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
ইউক্রেন ইস্যু

পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৫:৩৪ পিএম
পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন
ছবি: সংগৃহীত

অবশেষে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে নীরবতা ভাঙল উত্তর কোরিয়া। রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি ও স্বেচ্ছাচারী আচরণকে দায়ী করেছে কিম জং উন প্রশাসন।

উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে।

পিয়ং ইয়ং আরও অভিযোগ করে, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি বৈধ ও যৌক্তিক হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।

এছাড়া বিবৃতিতে আফগানিস্তান, লিবিয়া ও ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করেছে উত্তর কোরিয়া।

Link copied!