• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ইলন মাস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১১:০১ এএম
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ইলন মাস্ক

বিশ্বসেরা বৈদুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাত ও মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বছরের সেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। ২০২১ সালে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা ও প্রভাবের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

অনলাইন মার্কেট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে এ বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেন মাস্ক। ৫০ বছর বয়সী এই প্রযুক্তিবিদের গড়ে তোলা মহাকাশ গবেষণা ও রকেট প্রস্তুতকারক সংস্থা স্পেসএক্স এবছর মহাকাশ ভ্রমণ আর স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানেও সফলতা পেয়েছে।

টাইমের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেনথাল এক টুইটে এই খবর জানান। এছাড়া তিনি উল্লেখ করেন, “প্রভাবশালী ব্যক্তিরাই বছরের সেরা ব্যক্তিত্ব হয়ে থাকেন। আর এ বছর বিশ্বে খুব কম ব্যক্তিই ইলন মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলেছেন।”

নানা কর্মকাণ্ড আর বক্তব্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশেই আলোচিত মাস্ক। টুইটারে তার অনুসারী প্রায় সাড়ে ৬ কোটি। শেয়ারবাজার আর ক্রিপ্টোকারেন্সির সূচকে পরিবর্তন আনতে তার এক টুইটই যথেষ্ট। এছাড়া বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও তার উপস্থিতি চোখে পড়ে।

মঙ্গল গ্রহে বসতি স্থাপনে তার আগ্রহ আর নানা বিষয়ে উচ্চাভিলাষী বক্তব্য তরুণদেরও আকৃষ্ট করছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চাঁদে অভিযান পরিচালনারও পরিকল্পনা করছে স্পেস এক্স।

Link copied!