• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জ্বালানির মূল্য বাড়িয়ে কাজাখস্তান সরকারের পতন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০১:০৯ পিএম
জ্বালানির মূল্য বাড়িয়ে কাজাখস্তান সরকারের পতন

দেশজুড়ে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছে কাজাখস্তান সরকার। বুধবার সরকারের পক্ষে পদত্যাগ ঘোষণা করেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল মধ্য এশিয়ার এই দেশটি। স্বাধীনতার পর তিন দশক ধরে তেল ও ধাতুশিল্পে শত শত বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে কাজাখস্তান।

তবে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও কঠোর শাসনের দেশ হিসেবে পরিচিত কাজাখস্তানের সরকারের ভিত নড়িয়ে দেয় গত কয়েক মাসের বিক্ষোভ।

রয়টার্স জানায়, পদত্যাগের পর ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সদস্য ও প্রাদেশিক গভর্নরদের এলপিজি গ্যাসের মূল্যসহ পেট্রল, ডিজেল ও অন্যান্য ভোগ্যপণ্যে মূল্য পুনর্নির্ধারণের নির্দেশ দেন টোকায়েভ। এছাড়া দরিদ্র পরিবারগুলোর জন্য বাড়িভাড়া পরিশোধের জন্য ভর্তুকি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার গভীর রাতেও দেশটির বৃহত্তম শহর আলমাটির প্রধান চত্বরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারবিরোধী আন্দোলন করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। আলমাটি ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।

তেলসমৃদ্ধ দেশটিতে জ্বালানির দাম বৃদ্ধির পর থেকেই চলছে এই বিক্ষোভ। এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ পুলিশ আহত হয়েছে।

Link copied!