• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় অর্ধশত মৃত্যুর আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৭:১০ পিএম
জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় অর্ধশত মৃত্যুর আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গ রাক্যের জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ময়নাগুড়ির দোমোহনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৪টি যাত্রীবাহী কামরা লাইনচ্যূত হয়েছে। এতে বিকানের-গৌহাটি এক্সপ্রেস ট্রেনটির অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আনন্দাবাজার জানায়, পটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকারীদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলিপুরদুয়ারের রেল কর্মকর্তারা জানান, করোনার কারণে ট্রেনে যাত্রী কম ছিল। দুর্ঘটনাটি কী করে ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

 

 

Link copied!