চীনে দুর্ঘটনার শিকার ইস্টার্ন এয়ারলাইনসের বিমানটির সব যাত্রী নিহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলের এক সদস্যকে উদ্ধৃত করে একাধিক চীনের সরকারি সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
উদ্ধারকারী দলের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, আপাতত সেখানে জীবিত কোন যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি হয়নি।
সামাজিক মাধ্যমে দুর্ঘটনার ভিডিওতে বিমানটিকে প্রবল বেগে নীচে নেমে আসতে দেখা গেছে। কয়েকটি ভিডিওতে দুর্ঘটনাস্থলের দৃশ্যও ধরা পড়েছে। টুইটারে চীনের বিমান পরিবহন সংস্থা (সিএএসি) শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ের পেছনে পড়ে যাচ্ছে।
বিমান বিধ্বস্ত হওয়ার পর পাহাড়ের পাশে জঙ্গলে আগুন জ্বলতে দেখা গেছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
এছাড়াও ভিডিওতে বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। বিমানের অবশিষ্ট অংশংগুলো আগুনে পোড়া ছিল।
১৩২ আরোহী নিয়ে মানটি সোমবার দক্ষিণ চীনের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার পথে বিধ্বস্ত হয়। সিএএসি) বলছে উড়োজাহাজটি উঝো শহরের কাছ দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।