• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চীনে লকডাউনে ১ কোটি ৩০ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০১:৩৯ পিএম
চীনে লকডাউনে ১ কোটি ৩০ লাখ মানুষ

চীনের জিয়ান শহরে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় জারি হয়েছে লকডাউন। শহরের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষকে বাড়িতে থাকার দিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলের এই শহরটিতে ৯ ডিসেম্বর থেকে মাত্র দুই সপ্তাহে ১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। বিবিসি জানায়, ওমিক্রনের প্রাদুর্ভাব মোকাবেলার চেষ্টায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার এই লোকডাউন ঘোষণা করা হয়। নতুন বিধিনিষেধের আওতায় জরুরি প্রয়োজনে প্রতি দুই দিন অন্তর প্রতি পরিবারে কেবল একজন সদস্য বাড়ি থেকে বের হওয়ার অনুমতি পাবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের আয়োজনে জন্য প্রস্তুত হচ্ছে বেইজিং। তাই করোনা সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে বেশ কিছু কৌশল অবলম্বন করছে চীন। প্রাদুর্ভাব বন্ধ করতে গণহারে করোনা পরীক্ষা ও এলাকাভিত্তিক লকডাউন দেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া জিয়ানের বাসিন্দাদের শহর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

Link copied!