• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

গোসল না করায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়ি ছাড়লেন বৃদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৯:০৭ পিএম
গোসল না করায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়ি ছাড়লেন বৃদ্ধ
প্রতীকী ছবি

শীতকালে নিয়মিত গোসল করাটা অনেকেরই পছন্দ না। ঠাণ্ডার ভয়ে অনেকেই এক দুইদিন বাদে গোসল করে থাকেন।

এ নিয়ে অনেকের মতবিরোধ থাকতে পারে। তবে সেটা যখন নিজের স্ত্রীর সঙ্গে হয়, তখন বাড়িতে বসবাস করাই কষ্টসাধ্য হয়ে পড়ে।

ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এমন ঘটনা। শীতে গোসল করা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছেন এক ব্যক্তি। যদিও পরে পুলিশ তাকে খুঁজে বাড়ি ফিরিয়ে আনে।

হিন্দুস্তান টাইমস জানায়, শীতে গোসল করতে রাজি না হওয়ায় উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা কান্তি চক্রবর্তীর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ শুরু হয়য়। ৬২ বছরের এই হোমিও চিকিৎসক ঠান্ডা লাগার গোসল করতে রাজি হননি।

তবে করোনার আতঙ্কে রোগী দেখার পর গোসলের জন্য প্রতিদিনই চাপ দিতে থাকেন তাঁর স্ত্রী। এ নিয়ে বিবাদের জেরে গত ১৫ জানুয়ারি ঘর ছাড়েন তিনি।

পরিবার ও আত্মীয়রা খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করেন। এর ৯ দিন পর রবিবার রাতে হুগলীর এক স্টেশন থেকে বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ।

পুলিশকে তিনি জানান, বাড়ি থেকে বেরিয়ে হাওড়া থেকে ট্রেনে ওঠেন তিনি। চলে যান চেন্নাইতে। সেখানে কিছুদিন থেকে হাওড়ার ট্রেনে ওঠেন। তবে ভুল করে অন্য স্টেশনে নেমে পথ হারিয়ে ফেলেন।

এরপর বনগাঁ থানার পুলিশ বৃদ্ধের ছেলেকে খবর দেন। পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে। তবে বাড়ি ফিরে তিনি জানান, এখন আর স্ত্রীর ওপর রাগ নেই তাঁর।

Link copied!