• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কলকাতায় নির্বাচনকে ঘিরে বিক্ষোভ-সংঘর্ষ ও অবরোধ, গ্রেপ্তার ৭২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০২:৩৪ পিএম
কলকাতায় নির্বাচনকে ঘিরে বিক্ষোভ-সংঘর্ষ ও অবরোধ, গ্রেপ্তার ৭২

২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে রোববার (১৯ ডিসেম্বর) আয়োজিত হল কলকাতার পৌরসভা নির্বাচন। তবে নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতি অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। এ পর্যন্ত সহিংসতা ঠেকাতে ৭২ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

হিন্দুস্তান টাইমস ও আনন্দ বাজারের খবরে বলা হয় রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে শুরুতেই উত্তেজনা ছড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডে। ভোট চলাকালীন সিসিটিভি ক্যামেরা ঢেকে ভোট জালিয়াতি করার অভিযোগ ওঠে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

এছাড়াও ভোটের বুথে তৃণমূলের নেতাকর্মীরা এজেন্টদের বসতে দিচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের। সহিংসতার অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। ভোট জালিয়াতির প্রতিবাদে বড়তলা থানার সামনে অবরোধে বসেছে সিপিএম-কংগ্রেস-বিজেপির নেতাকর্মীরা।

কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের মধ্যে হাতাহাতিরও অভিযোগ পাওয়া গেছে। কেবল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস কিংবা বিজেপিই নয় পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়েছেন প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ৪৯৫৯ টি বুথে ভোটগ্রহণ চলছে। এবার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। এরই মধ্যে সহিংসতার আশঙ্কায় ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী।

Link copied!