ওমিক্রনের তাণ্ডবে ভারতজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রায় সব রাজ্যেই বেড়েছে করোনার প্রকোপ। এরমধ্যে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গও দেখা গেছে সংক্রমণের ঊর্ধ্বগতি।
হিন্দুস্তান টাইমস জানায়, গত কয়েকদিন ধরেই লাগামহীন দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। বিশেষ করে কলকাতার হাসপাতালগুলোতেই সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে।
সোমবার হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার ও চিকিৎসকসহ মোট ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা দিয়েছে করোনার প্রকোপ। অধ্যক্ষসহ করোনা আক্রান্ত হয়েছেন ৭০ জন।
আক্রান্তদের দশজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থাকছেন। এত সংখ্যক চিকিৎক করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের পরিষেবা চালু রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও কলকাতার ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালেও করোনা আক্রান্ত হয়েছেন কয়েকজন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনার তৃতীয় ঢেউ আঘাত হানার আগেই হাসপাতালগুলোতে সংক্রমণের কারণে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ জানুয়ারি থেকে সম্মুখযোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।