• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রনে আক্রান্ত হচ্ছে কম বয়সী শিশুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৯:৩৭ এএম
ওমিক্রনে আক্রান্ত হচ্ছে কম বয়সী শিশুরা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বিশ্বজুড়ে বাড়ছে। দক্ষিণ আফ্রিকায় এখন পাঁচ বছরের কম বয়সী শিশুরাও ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেইলি বিস্টের খবরে জানা যায়, শুক্রবার (৩ ডিসেম্বর) দেশটির চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ওয়াসিলা জাসাত এই তথ্য দেন।

সংবাদ সম্মেলনে চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ওয়াসিলা জাসাত বলেন, “হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরপরই রয়েছে ৬০ বছরের বেশি রোগীর সংখ্যা। শিশুদের পরেই বৃদ্ধদের হাসপাতালে বেশি ভর্তি হতে হচ্ছে।”

উপদেষ্টা বলেন, “এখন যে প্রবণতা দেখছি, তা আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। শিশুদের হাসপতালে ভর্তির হওয়ার ঘটনা আগে কখনো দেখা যায়নি। আমরা সব সময় দেখে এসেছি, করোনায় শিশুরা বেশি আক্রান্ত হতো না। হাসপাতালে কম ভর্তি হওয়ার প্রয়োজন পড়ত। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা ব্যাপকহারে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।”

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেন, “দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশের মধ্যে ৭টিতে নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। তবে আশা করছি এটি ততটা মরণঘাতী হবে না। টিকার দুই ডোজ ওমিক্রনের বিরুদ্ধে টিকা সুরক্ষা দেবে।”

Link copied!