• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলের প্রথম মুসলিম বিচারক খালেদ কাবুব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৪:২৯ পিএম
ইসরায়েলের প্রথম মুসলিম বিচারক খালেদ কাবুব

ইসরায়েলের প্রথম মুসলিম বিচারক হিসেবে দায়িত্বগ্রহণ করছেন ৬৩ বছর বয়সি খালেদ কাবুব। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্টে খালেদসহ চারজন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়।

খালেদ কাবুব তেল আবিবি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। দেশটির প্রথম মুসলিম বিচারক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেলেন তিনি।

এর আগে ১৯৯৯ সালে অস্থায়ীভাবে আবদেল রহমান জোয়াবি নামে আরেকজন মুসলিম বিচারক নিয়োগ পান। তবে সুপ্রিম কোর্টে তার মেয়াদ ছিল এক বছর।

১৫ জন বিচারক নিয়ে গঠিত ইসরায়েলের সুপ্রিম কোর্ট। তাদের কেউ নিজ থেকে পদত্যাগ না করলে বা অপসারিত না হলে ৭০ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন।

ইসরায়েলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব বংশোদ্ভূত। ইসরায়েলি-আরব হিসেবেই পরিচিত তারা।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিভিন্ন মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। তাই ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে অন্তত একজন ইসরায়েলি-আরব বিচারক নিযুক্ত আছেন। তবে তারা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী।

Link copied!