ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সংবাদ সংস্থা এএফপি জানায়, সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
নিহত দুইজন হেলিকপ্টারটির পাইলট ছিলেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি প্রশিক্ষণে অংশ নেওয়া আইএমএফ আতালেফ হেলিকপ্টারটি হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল পাঠানো হয়। তার আগেই অবশ্য দুই পাইলট মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়টি এখনো নিশ্চিত করতে বলতে পারেনি ইসরায়েলি বিমানবাহিনী।